শিক্ষক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে আসলে মুখ পুড়ল বামফ্রন্টের, মন্তব্য শিক্ষামন্ত্রীর

সম্প্রতি শিক্ষক-শিক্ষিকারা যে-সব দাবিদাওয়া নিয়ে আন্দোলন করছেন, তার অধিকাংশেরই দায়ভার আগের বামফ্রন্ট সরকারের।
কিন্তু সেই সব কিছুই এখন তাঁদের ঘাড়ে চাপছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
শিক্ষামন্ত্রীর সাফ কথা , প্রাথমিক স্তরে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত 1000 শিক্ষক নিয়োগ করতে হবে বলে সুপ্রিম কোর্ট সম্প্রতি রাজ্য সরকারকে যে-নির্দেশ দিয়েছে, সেটারও দায়ভার বাম আমলের। ‘‘সুপ্রিম কোর্টের এই নির্দেশে আসলে মুখ পুড়ল বামফ্রন্টের। ওই আমলেই প্রাথমিকে চাকরি না-পেয়ে মামলা করেন বেশ কিছু প্রার্থী। তবে শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করার স্পর্ধা আমাদের নেই,’’ বলেন মন্ত্রী।

আরও পড়ুন-প্রাথমিক শিক্ষকদের নিয়োগ নিয়ে ভাবনা শুরু রাজ্যের

Previous articleএবার বেনজির দর্শন, কৌশিকী অমাবস্যায় তারা মায়ের মাথায় 30 ভরির সোনার মুকুট
Next article7 দিন নিখোঁজ মা, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের