120 পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মগডালে ভারত

ক্রিকেটের ইতিহাসে নয়া সংযোজন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। গত 1 আগস্ট থেকে শুরু হয়েছে এই টেস্ট বিশ্বকাপ। চলবে 2021-এর জুন পর্যন্ত। ন’টি দেশ এই সময়সীমার মধ্যে মোট তিনটি হোম সিরিজ ও তিনটি অ্যাওয়ে সিরিজ খেলবে। ইতিমধ্যেই ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করেছে। কিন্তু দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও পাকিস্তান এখনও এই অভিযান শুরু করেনি।

আর শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ 2-0 ব্যবধানে জিতে 120 পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের মগডালে বসে আছে কোহলি ব্রিগেড।

এবার এক ঝলকে দেখে নিন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল।

আরও পড়ুন-পাকিস্তানের হেড কোচ মিসবা, বোলিং কোচ ওয়াকার ইউনিস

 

Previous articleকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘাড়ে অপারেশন
Next articleপাকিস্তানের হেড কোচ মিসবা, বোলিং কোচ ওয়াকার ইউনিস