প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা দীঘা-বকখালিতে ,জারি সতর্কতা 

প্রবল জলোচ্ছ্বাসের পূর্বাভাস জারি হল রাজ্যের সমুদ্র উপকূলে। দীঘা ও বকখালির উপকূলে 12-14 ফুট লম্বা ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস পেয়ে প্রশাসনের তরফ থেকে পুযটনদের জন্য কড়া নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছে, ইতিমধ্যেই  মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

হাওয়া অফিস জানিয়েছে, ওডিশা সংলগ্ন উপকূলে তীব্র গতির ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় 45কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তারই জেরে দীঘা ও বকখালি উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন-‘বাহুবলী’ ডাক্তার স্বাস্থ্য ভবনে ঢুকে পেটালেন স্বাস্থ্যকর্তাকে, পুলিশে অভিযোগ 

Previous articleসোনাগাছির থিমের পুজোয় অসুর এবার ‘উষ্ণায়ন’
Next articleরাতারাতি 5 টি বাড়ি খালি করার নির্দেশ মেট্রোর!