টোকিও অলিম্পিকের ছাড়পত্র পেলেন ‘দঙ্গল গার্ল’

সোনা হাতছাড়া হলেও ব্রোঞ্জের সম্ভাবনা ছিল। আর সেই সম্ভাবনাকে সত্যিতে পরিণত করলেন কুস্তিগীর ভিনেস ফোগাত। বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে মার্কিন যুক্তরাষ্ট্রের সারহা হিন্ডেব্র্যান্ডটকে হারিয়ে 2020 টোকিও অলিম্পিকের ছাড়পত্র পেয়ে গেলেন ফোগাত।

টোকিও অলিম্পিকে 53 কেজি বিভাগে অংশগ্রহণের জন্য ছাড়পত্র পেয়েছেন ‘দঙ্গল গার্ল’। তিনি মঙ্গলবার জাপানের মায়ু মুকাইদারের কাছে হেরে সোনা হাতছাড়া করলেও হিন্ডেব্র্যান্ডটকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিয়ে টোকিও অলিম্পিকে যাওয়ার পথ মসৃণ করলেন ফোগাত। এখন দেখা যাক, 25 বছর বয়সী এই হরিয়ানার কুস্তিগীর টোকিও অলিম্পিকে নিজের ছাপ রাখতে পারেন কিনা।

আরও পড়ুন – ফোগতের হার, এগোচ্ছে ছেলেরা

Previous articleকোর্ট বিভ্রাটের জেরে আগাম জামিনের আর্জিই জানাতে পারলেন না রাজীব কুমার
Next articleউলট পুরাণ, এক দেশ এক ভাষার বিরোধিতায় ছাত্রফ্রন্ট