আলিপুর কোর্টে সিবিআই আইনজীবী, তবে এখনও আসেনি নথি

বৃহস্পতিবার দুপুর ঠিক 1.40 মিনিট নাগাদ আলিপুর এসিজেএম আদালতে আসেন সারদা মামলায় সিবিআই আইনজীবী কে সি মিশ্র। দুপুর 2টোর পর তাঁর আর্জি জানানোর কথা। মামলা উঠলে সিবিআই আগাম জামিনের বিরোধিতা করবে। এবং তাঁকে হেফাজতে চাইবে। সিবিআই আইনজীবীর সঙ্গে ছিলেন দুই সিবিআই আধিকারিক।

অন্যদিকে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত বারাসতের বিশেষ আদালত থেকে কোনও নথি এসে পৌঁছইনি আলিপুর আদালতে। ফলে এই সংক্রান্ত শুনানি এদিনই আদৌ হবে কিনা সে ব্যাপারে এখনও কোনও নিশ্চয়তা নেই।

Previous article“মাদলের তালে” মাততে আসতেই হবে চুঁচুড়ার বেগুনতলা সর্বজনীন পুজো মণ্ডপে
Next articleজট খুলছে? 27 সেপ্টেম্বর মুক্তি “রাজলক্ষ্মী ও শ্রীকান্ত”র