এন আর সি নিয়ে হয়রানি বন্ধ হোক, অমিতকে বললেন মমতা

নর্থ ব্লকে বৈঠক হল অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই প্রথম বৈঠক। সওয়া একটায় পৌঁছন মমতা। একটা পঁচিশে বৈঠক শুরু।

পরে মমতা বলেন,” এন আর সি নিয়ে আসামে বহু বঙ্গভাষী মানুষ বিপদে পড়েছেন। তাদের যেন সমস্যা না হয়। এনিয়ে চিঠিও দিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীকে।” মমতা বলেন,” পশ্চিমবঙ্গ সীমান্তরাজ্য। ফলে নানা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা জরুরি।” প্রায় কুড়ি মিনিট বৈঠক হয়। মমতার মতে অমিত বিষয়গুলি দেখবেন বলে তিনি আশাবাদী। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এন আর সি বিপদ নেই, তবে মমতা এটা হতেও দেবেন না।

এক প্রশ্নের জবাবে মমতা বলেন,” প্রধানমন্ত্রীকে যে কয়লাপ্রকল্প উদ্বোধনের আমন্ত্রণ করা হয়েছে, সেটার সব দিকের কাজ করেই উদ্বোধন হবে।”
রাজ্যের নামবদল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেই কথা হয়েছে বলে মমতা মন্তব্য করেন।

আরও পড়ুন-পার্ক স্ট্রিটে নাটক, সটান আবাসনে সিবিআই ঢুকতেই সক্রিয় পুলিশ

 

Previous articleমোবাইলে ব্যস্ত চালক, মালদায় বাস উল্টে জখম 45
Next articleদুর্গোৎসবে সরকারি প্যাকেজ