বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এবার FIR যাদবপুরের পড়ুয়াদের

ঘটনার প্রায় 72 ঘন্টা পর বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে FIR করলেন যাদবপুরের কয়েকজন পড়ুয়া৷ যাদবপুর থানায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তারা৷ যাদবপুর ক্যাম্পাসে গত বৃহস্পতিবার পড়ুয়াদের বিক্ষোভে প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে বাবুলের বিরুদ্ধে৷
এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে বহিরাগত যে ছাত্রকে দেখা গিয়েছিলো বাবুলকে হেনস্থা করতে, সেই সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বর্ধমানের দেবাঞ্জন বল্লভ শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষমা চাইলেও তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে ওই ছাত্রের অ্যাকাউন্টটি ভুয়ো৷

আরও পড়ুন-দেবযানীর বাড়িময় পদ্ম ছাপ পতাকা, মেনেও মানছেন না বিজেপি নেতৃত্ব

 

Previous articleদেবযানীর বাড়িময় পদ্ম ছাপ পতাকা, মেনেও মানছেন না বিজেপি নেতৃত্ব
Next articleবকেয়া মেলেনি,বন্ধ হলো দুই জনপ্রিয় ধারাবাহিকের শুটিং