প্যাথলজি রিপোর্টে ডাক্তারের সই থাকা বাধ্যতামূলক

বেসরকারি সংস্থার প্যাথলজিক্যাল রিপোর্টে শুধু রবার স্ট্যাম্পের ছাপ দেওয়ার দিন শেষ। ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্টের আওতায় থাকা সমস্ত প্রতিষ্ঠানের প্যাথলজিক্যাল রিপোর্টে থাকতে হবে ডাক্তারের সংক্ষিপ্ত বা পূর্ণাঙ্গ সই। এমনই নির্দেশ জারি স্বাস্থ্য দপ্তরের। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, “প্যাথলজিক্যাল রিপোর্ট রোগীর চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই রিপোর্ট নিয়ে বেআইনি কার্যকলাপ বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
নানা সময়ে দেখা গিয়েছে, প্যাথলজিক্যাল টেস্টের রিপোর্টে সংশ্লিষ্ট চিকিৎসকের নিজস্ব সইয়ের বদলে রাবার স্ট্যাম্পে তাঁর নাম ব্যবহার করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের বক্তব্য, “একজন চিকিৎসক হয়তো একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তাই তিনি সশরীরে পরীক্ষার ফলাফল যাচাই করে তার রিপোর্ট দিচ্ছেন না। ফলে, একদিকে যেখানে রোগীরা ঠকছেন, অন্য দিকে কোনও অভিযোগ করার সময় আইনি লড়াইয়ে গিয়েও রোগীরা বিপাকে পড়ছেন। কারণ, রাবার স্ট্যাম্পে করা সই আইনত বৈধতা পায় না। সে কারনেই সই বাধ্যতামূলক করা হলো।

Previous articleইন্ডোরে অমিতের সভার অনুমতি দিল রাজ্য
Next articleএবারের পুজোয় দমকলের হাতে নতুন অস্ত্র ‘ফায়ার বল’