সিবিআই-এর ডাকে সাড়া দিয়ে অবশেষে নিজাম প্যালেসে মুকুল রায়

শনিবার ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর দুটো পনেরো। নিজাম প্যালেসে সিবিআই দফতরে এলেন বিজেপি নেতা মুকুল রায়। এখন তাঁর জিজ্ঞাসাবাদ চলছে। নিজাম প্যালেস-এর বাইরে এখন কী হয় কী হয় ব্যাপার। উৎসুখ মিডিয়ার ভিড়।

শোনা যাচ্ছে, নারদ কাণ্ডে হেফাজতে থাকা আইপিএস এসএমএইচ মির্জার মুখোমুখি বসিয়ে মুকুলকে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই আধিকারিকরা। তাহলে কি মির্জার মত মুকুলকেও হেফাজতে নিতে পারে সিবিআই, নাকি এদিনের মতো জিজ্ঞাসাবাদ করে তাঁকে ছেড়ে দেওয়া হবে? সব সম্ভাবনা নিয়েই চলছে জোর জল্পনা।

আরও পড়ুন – শনিবার বৈঠকের পরই চূড়ান্ত হবে টালা ব্রিজের বিকল্প রুট

উল্লেখ্য, গতকাল, বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজিরার নোটিশ দেওয়া হয়েছিল মুকুল রায়কে। তাঁকে শুক্রবার আসতে বলা হয়েছিল। কিন্তু তিনি আসতে পারবেন না জানিয়ে সিবিআইকে চিঠি দিয়েছিলেন এবং দেখা করার জন্য আরও চার দিন সময় চেয়ে নিয়েছিলেন। যদিও তদন্তকারীরা তাঁকে সময় দিতে রাজি ছিলেন না। তাই মুকুলের প্রতিনিধিদের হাতে পাল্টা নোটিশ ধরিয়ে শনিবার হাজিরার নির্দেশ দেয়। আর সেই ডাকেই সাড়া দিয়ে নিজাম প্যালেসে এলেন বিজেপি নেতা।

আরও পড়ুন – *রাজীবের বাড়তি ছুটির কোনও অনুমোদনই নেই*

Previous articleভেজা পিচে প্র্যাকটিসের ভিডিও পোস্ট সচিনের
Next articleইমরানকে কড়া জবাবে তুলোধনা বঙ্গতনয়ার