মোদির ভাষণ সম্প্রচারে ‘না’, বিপদে আমলা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ সম্প্রচার করতে দেননি চেন্নাই দূরদর্শনের এক আধিকারিক। আর তার জেরেই তাঁকে সাসপেন্ড করল দূরদর্শন কর্তৃপক্ষ। যদিও সাসপেন্ড করার নির্দিষ্ট কারন বলা হয়নি। শুধু বলা হয়েছে ‘অবাধ্যতা’র কথা। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল আমলা মহলে।

গত ৩০ সেপ্টেম্বর মাদ্রাজ আইআইটির সমাবর্তনে বক্তব্য রাখেন মোদি। সেই ভাষণ সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নেয় চেন্নাই দূরদর্শন। কিন্তু অভিযোগ, মাঝখানে বাধ সাধেন দূরদর্শনের সহকারী অধিকর্তা আর বসুমতী। তিনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করতে রাজি হননি। ঘটনার দু’দিনের মাথায় তাঁকে সাসপেনসনের চিঠি ধরানো হয়েছে। ঘটনার পিছনে আসল কারন কী, সে নিয়ে সংবাদমাধ্যম সূত্র খুঁজতে নেমে পড়েছে। বিষয়টি প্রকাশ্যে আসায় অস্বস্তিতে দূরদর্শন কর্তৃপক্ষ।

আরও পড়ুন-পঞ্চমীর সকালে অবরোধে নাজাহাল যাত্রীরা

Previous articleমোদি-মমতা বৈঠকের জের, রাজ্যের তৈরি ৪১ হাজার কোটির বকেয়া তালিকা
Next articleদ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে মোদি-হাসিনা বৈঠক