এক যাত্রায় পৃথক ফল? মির্জা গ্রেফতার হলে শোভন নন কেন?

নারদকান্ডে তৎকালীন পুলিশ সুপারের বাংলোয় বসে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন আইপিএস সৈয়দ মির্জা। সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে এখন তিনি জেলে। অথচ নারদ ফুটেজে আরেক অভিযুক্ত কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে তাঁর কর্মস্থল কলকাতা পুরসভায় বসে ঘুষ নিতে। মনে রাখতে হবে, নারদকান্ডে অন্য অভিযু্ক্তদের কেউই কিন্তু সরকারি অফিসে বসে টাকা নেননি, যা নিয়েছেন শোভন। এরপরও তাঁর বিরুদ্ধে কোনও স্তরেই কোনও ব্যবস্থা হয়নি। তৃণমূল ছেড়ে সেই কীর্তিমান শোভন এখন বিজেপিতে। গ্রেফতার হওয়া মির্জার মত তাঁকেও ফুটেজে ম্যাথুর থেকে ঘুষ নিতে দেখা গেছে। আরও দেখা গেছে যত্ন করে সেই ঘুষের টাকা তোয়ালে মুড়ে রাখতে। অথচ পুলিশ মির্জা গ্রেফতার হলেও রাজনীতিক শোভন নন কেন? এক যাত্রায় পৃথক ফল?

আরও পড়ুন-কেন বিজয়া দশমী বলি আমরা?

 

Previous articleকেন বিজয়া দশমী বলি আমরা?
Next articleদল নিয়ে ঢাকায় মেসি