বেহাল টালা ব্রিজ, রাজ্যের অনুরোধে অতিরিক্ত মেট্রো ও চক্ররেল

টালা ব্রিজের উপর যান চলাচলের নিয়ন্ত্রণের কারনে, রবিবার, ১৪ অক্টোবর থেকে অতিরিক্ত মেট্রো ট্রেন চলবে। একই কারনে অতিরিক্ত চক্ররেলে ইএমইউ লোকালও চলবে।

টালা ব্রিজের পরিস্থিতির কারনে, রাজ্য মেট্রো আর চক্ররেলের সঙ্গে যোগাযোগ করে। পরিষেবা বৃদ্ধি নিয়ে কথা হয়। মুখ্যসচিব কথা বলেন রেল কর্তাদের সঙ্গে। তারপরই মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে, সোম থেকে শুক্রবারের মধ্যে ২৮৪টির বদলে চলবে ২৮৮টি ট্রেন। নোয়াপাড়া-দমদমের মধ্যে ১১১টি ট্রেন, শনিবার ২৩৬টি ট্রেন চলবে।ওই দিন নোয়াপাড়া-দমদমের মধ্যে ৯৯টি ট্রেন চলবে। রবিবারের পরিষেবা অপরিবর্তিত থাকছে। চক্ররেলে বিবাদি বাগ বারাকপুরের মধ্যে ৩ জোড়া অতিরিক্ত ইএমইউ লোকাল চালাবে পূর্ব রেল।

Previous article” রাজের দায়িত্ব নিও, আর পেটেরটা আমার কাছে থাকবে”, কেন লিখলেন বিউটি?
Next articleজিয়াগঞ্জ নিয়ে রাজনীতি চলছেই, শৌভিক গ্রেফতারেই রহস্য উন্মোচন!