জামিন নয়, এবার ED-র মামলায় গ্রেফতার হচ্ছেন চিদম্বরম

আরও ‘দুর্দশা’ অপেক্ষা করছে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের জন্য।

INX- মিডিয়া মামলায় এই মুহূর্তে CBI হেফাজতে আছেন তিনি। দিন কাটছে সংশোধনাগারে। জামিন তো দূরের কথা, এবার চিদম্বরম ED-র মামলায় গ্রেফতার হতে চলেছেন।

সূত্রের খবর, বুধবার আরও একবার চিদম্বরম গ্রেফতার হবেন ED-র হাতে। দিল্লির বিশেষ আদালত ED-কে INX- মিডিয়া মামলায় নিজেদের হেফাজতে নিয়ে জেরার অনুমতি দিলো। চিদম্বরমের বিরুদ্ধে ওই INX- মিডিয়া মামলাতেই ED টাকা পাচারের অভিযোগ এনেছে। বিশেষ আদালতে চিদম্বরমকে গ্রেফতার এবং হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে ED আদালতে আবেদন জানিয়েছিল। আদালত এই আবেদন মঞ্জুর করে ED-কে জেলে গিয়ে চিদম্বরমকে জেরার অনুমতি দিয়েছে। একইসঙ্গে নির্দেশে বলা হয়েছে, প্রয়োজনে ED গ্রেফতারও করতে পারবে চিদম্বরমকে। ফলে বুধবার CBI হেফাজত থেকে ED-র হেফাজতে যাচ্ছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।

আরও পড়ুন-পাচারের সময় বাজেয়াপ্ত আড়াই কোটি টাকার সোনা

 

Previous articleপাচারের সময় বাজেয়াপ্ত আড়াই কোটি টাকার সোনা
Next articleজিয়াগঞ্জ খুন: পুলিশের তত্ত্ব মানছে না বিরোধীরা