পিঙ্ক ইতিহাস শুরুর দিনেও অবিচ্ছিন্ন শচীন-সৌরভ জুটি

কলকাতা টেস্টে দাদার চমক। ভারতের বুকে পিঙ্ক বলের টেস্ট ম্যাচ এই প্রথম। দেশের ক্রিকেট ইতিহাসে এটা যেমন ল্যান্ড মার্ক, তেমনি অতিথি তালিকাও ঈর্ষণীয় হতে চলেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকছেন। এখনও নিশ্চিত করা হয়নি, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যায় না। ফলে ২২ নভেম্বরের ইতিহাস লেখার দিনে রাজনীতির সর্বোচ্চ পর্যায়ের মানুষজন যেমন থাকছেন, তেমনি থাকছেন আরও এক ঝাঁক তারকা। সৌরভের বিশেষ আমন্ত্রণে থাকছেন লিটল জিনিয়াস শচীন তেন্ডুলকার। সম্ভবত সস্ত্রীক। ২২ গজে যে জুটি ওপেনিংয়ে একের পর এক রেকর্ড তৈরি করেছেন, ক্রিকেটের নন্দনকাননে দিন-রাতের টেস্ট ম্যাচের ইতিহাস তৈরির দিনেও তাঁরা বিচ্ছিন্ন হচ্ছেন না। থাকবেন সৌরভের এক সময়ের সহ-খেলোয়াড়রা। থাকবেন কিছু নজরকাড়া প্রাক্তনী। সৌরভের বিশ্বাস তাঁর পিঙ্ক বলে ইনিংস শুরুর দিন শুধু প্রথম দিন নয়, পাঁচ দিনই কানায় কানায় ভর্তি থাকবে মাঠ। কলকাতা তো তাঁকে কোনওদিনই খালি হাতে ফেরায়নি!

Previous articleটানা ১৭দিন পুজোর ছুটি রাজ্য সরকারি কর্মীদের
Next articleগ্যাসের দামে আগুন