শিষ্যের জন্মদিনে গুরুর শুভেচ্ছা, অভিনন্দন সচিনেরও

দেখতে দেখতে ৩১টা বসন্ত পার করে ফেললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যখন বাইশ গজে পা রেখেছিলেন তখন হয়তো ভাবেনওনি যে, একদিন তাঁর হাতেই ভারতীয় দলের ব্যাটন থাকবে। তবে ভাবুক চাই না ভাবুক, হয়েছে বাস্তবে এটাই। তাই ক্যাপ্টেন কোহলির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি, কোচ রবি শাস্ত্রী থেকে ‘ক্রিকেটের ঈশ্বর’ সচিন তেন্ডুলকর। এমনকি ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ ও ভিভিএস লক্ষ্মণও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

ভারতের হেড কোচ রবি শাত্রী তাঁর দলের সেনাপতিকে শুভেচ্ছা জানিয়ে তাঁর ও বিরাটের একটি ছবি ট্যুইটারে পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন ইয়ং ম্যান। তোমার এই ছুটি তুমি উপভোগ কর। আর ফিরে এসে আবার সেই ফর্ম উপহার দাও। ভগবান তোমার মঙ্গল করুক।’


মাস্টার ব্লাস্টারও তাঁর পরের প্রজন্মের অধিনায়ককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ভোলেননি। সচিন তাঁর ও কোহলির কথা বলার এক মুহূর্তের ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন। আর তেন্ডুলকর ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন বিরাট। এভাবেই তুমি বেশি রান কর ও দেশকে উচ্চতার হিখরে নিয়ে যাও। আমার শুভকামনা রইল।’

আরও পড়ুন – হ্যাপি বার্থ ডে বিরাট কোহলি

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অনেক বেশি করে সোশ্যাল মিডিয়ায় বিচরণ করেন বীরেন্দ্র সেহওয়াগ। যে কোনও বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করতে তাঁর জুরি মেলা ভার। আর আজ, মঙ্গলবার কিং কোহলির জন্মদিনে বীরু শুভেছা জনাবেন না, তা কী হয়। তাই বীরু, তাঁর ও সচিনের সঙ্গে কোহলির এক মজার ছবি পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘তোমার ব্যাটিং যেন সব সময় এফ৫ বোতামের মতো, সবাইকে রিফ্রেশ করে। মেঘের মতো তুমি এভাবেই ছড়িয়ে থাকো আর সব সময় তুমি খুশি থাকো।’


কিং কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানতে পিছিয়ে নেই ভিভিএস লক্ষ্মণও। তিনি তাঁর সঙ্গে বিরাটের একটি পুরনো ছবি পোস্ট করে লিখেছেন ‘এই দিনটা যেন বার বার ফিরে আসে, খুব ভাল থাকো প্রিয় বিরাট। জীবনে চলার পথে এজ্গিয়ে যাও এবং এভাবেই নতুন নতুন বেঞ্চমার্ক তৈরি কর তুমি। তোমার জীবন খুশি আর আনন্দে ভরে উঠুক, এই কামনা করি।’


এছাড়াও নয়া বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, ভারতের প্রতাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফও কোহলির জন্মদিনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


আরও পড়ুন – 15 বছরের চিকুকে জীবনের পাঠ শিক্ষা বিরাটের

Previous articleদিলীপের গরু নিয়ে মন্তব্যে কী প্রতিক্রিয়া সুব্রতর?
Next articleকিষাণ মান্ডিতে পচা মাংস বিক্রির অভিযোগ