গুজরাতিতে হলে, বাংলায় প্রশ্নপত্র নয় কেন? সরব অভিষেক

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় একচোখমি নিয়ে এবার সরব তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেইই-তে ইংরেজি, হিন্দির পাশাপাশি গুজরাতিতে প্রশ্নপত্র হবে গুজরাত, দমন, দিউ সহ অন্যান্য জায়গায়। আর দেশের অন্যান্য বাকি জায়গায় প্রশ্নপত্র হবে শুধু ইংরেজি ও হিন্দিতে। এই নিয়েই সরব হয়েছেন তৃণমূল সংসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি প্রশ্ন তোলেন, কেন ইংরেজি ও হিন্দির পাশাপাশি শুধু গুজরাতিতেই প্রশ্নপত্র হবে? সাংবিধানিক অধিকার সবার জন্য সমান। তাহলে ২০২০-র সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বাংলা, ওড়িয়া, কন্নড়, তেলুগু, তামিল, মারাঠিতেও প্রশ্নপত্র হওয়া উচিত। ভাষাগত বৈষম্য অসংবিধানিক বলেও অভিযোগ করেন তিনি। আগামী জানুয়ারি মাসের ৬ থেকে ১১ তারিখ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে। কিন্তু সেখানে কেন্দ্রের এই নিয়মের বিরুদ্ধে সবর হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-চন্দননগরে সর্বজনীন জগদ্ধাত্রী পুজো মণ্ডপ দর্শন মুখ্যমন্ত্রীর

 

Previous articleচলচ্চিত্র উৎসবের জন্য ভিডিও বার্তা পাঠাচ্ছেন অমিতাভ
Next articleফের অবস্থান বিক্ষোভে প্রাথমিক শিক্ষকরা