কোনও মাটির প্রলেপ নয়, কাগজের তৈরি জগদ্ধাত্রী

চন্দননগরে কাগজের জগদ্ধাত্রী তৈরী করে তাক লাগিয়ে দিলেন প্রিয়ম। কোথাও কোনও মাটির প্রলেপ নয়, নেই কোন ঝকমকে চালচিত্র, এক ছাত্র শিল্পীর হাতে সম্পূর্ণ কাগজের তৈরি জগদ্ধাত্রী এখন আকর্ষণের কেন্দ্র বিন্দু।

চন্দননগরের গোন্দলপাড়ার সাতঘাটের আর্ট কলেজের ছাত্র প্রিয়ম ঘোষ প্রায় সাত ফুটের জগদ্ধাত্রী তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সকলকে। শুধু এই বছরই নয়, গত কয়েক বছর ধরে এই ধরনের মূর্তি তৈরি করে আসছে প্রিয়ম। তাঁর এই মূর্তিই পুজিত হয় তাঁর বাড়িতে। ঘোষ বাড়িরই একটি ঘরে ঢুকলে দেখা যাবে সম্পূর্ণ খবরের কগজ দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ, এবং সেই মণ্ডপের মধ্যেই কাগজেরই তৈরী জগৎজননী অধিষ্ঠান করছেন। ঠাকুরের গয়নাও তৈরি হয়েছে কাগজের। সব মিলিয়ে পরিবেশ বান্ধব এই জগদ্ধাত্রী মন কেড়েছে গোটা চন্দননগরবাসীর। এমন কাগজের প্রতিমা দেখে অভিভূত সকলে।

আরও পড়ুন-ভাটপাড়া পুরসভা পুনর্দখল তৃণমূলের

 

Previous articleভাটপাড়া পুরসভা পুনর্দখল তৃণমূলের
Next articleজানলার ভাঙা কাচে সেলোটেপ, উড়ল বিমান!