মোদি-মমতা কথা, মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল

বুলবুলের দাপট সামাল দিতে রাজ্য সরকারের পাশে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করে কথা বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সব রকমের সাহায্যের আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী গভীর রাত অবধি যেমন নবান্নের কন্ট্রোল রুমে ছিলেন তেমনি ভোর রাত অবধি পরিস্থিতির খবর নিয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রীর এই মানবিক মুখের ভূয়সী প্রশংসা করেন। বলেন, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের কারনেই ব্যাপক প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে রাজ্য। মৃতের সংখ্যা দুইয়ের বেশি ছাড়ায়নি। ট্যুইটে রাজ্যপাল বলেন, নৌসেনা, রাজ্য পুলিশ, উপকূল রক্ষী সারাক্ষণ নজর রেখেছে। ক্ষতিগ্রস্থদের নিরাপদে আনতে নানা পদক্ষেপ করেছে রাজ্য। এই ত্রাণের কাজে স্বেচ্ছাসেবী সংস্থাকে এগিয়ে আসার অনুরোধ করেছেন।

আজ, রবিবার থেকে ড্রোন দিয়ে ক্ষতিগ্রস্থ এলাকাগুলি দেখা হবে। যাদের বাড়ি, চাষের ক্ষতি হয়েছে তাদের তালিকা তৈরি ক্ষতিপূরণ দেওয়া হবে।

আরও পড়ুন – রাজ্যপালের ডাকে কি সাড়া দেবেন ফড়নবিশ?

Previous articleরাজ্যপালের ডাকে কি সাড়া দেবেন ফড়নবিশ?
Next article৩ মৃত্যু, তলিয়ে গেল জেটি, লঞ্চ