আপনি ট্রেন সফরে, আর বাড়িতে চুরি? চিন্তা নেই বিমা দিচ্ছে রেল

গল্প হলেও সত্যি! আপনি ট্রেনে সফরকালে আপনার তালা দেওয়া বাড়িতে যদি চুরি হয়, তাহলে তার ক্ষতিপূরণ দেবে আইআরসিটিসি! হ্যাঁ, চমকে দেওয়ার মতো ঘোষণা। তেজস এক্সপ্রেস রেল শুরু করার পর যাত্রীদের জন্য নানা ধরনের প্রকল্প নিয়ে আসা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো ট্রেন দেরি করলে ক্ষতিপূরণ পাবেন যাত্রীরা।দ্বিতীয় সুবিধা হলো সফরকালে যাত্রীদের বাড়িতে কোনও জিনিস চুরি গেলে ক্ষতিপূরণ দেওয়া হবে। তৃতীয়ত এই ট্রেনের টিকিট কাটলে ২৫লক্ষ টাকা পর্যন্ত বিমা পাওয়া যেতে পারে। আবার ট্রেনযাত্রীর বাড়িতে চুরি হলে এক লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যাবে। এছাড়াও জরুরি অবস্থায় যাত্রীকে হাসপাতালে ভর্তির জন্য মিলবে 5 লক্ষ টাকার কাছাকাছি ক্ষতিপূরণ। ট্রেন যদি নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টার বেশি দেরি করে, এক্ষেত্রেও ক্ষতিপূরণের অর্থ থাকছে। তেজস এক্সপ্রেস ভারতীয় রেলের চিন্তাধারা ও কাজ করার পদ্ধতি বদলে দিয়েছে।

Previous articleশুধু বিশ্বকাপ নয়, লম্বা ইনিংস খেলার প্রস্তুতিতে জামশেদপুরে ধোনি
Next articleবই পড়লে কফি ফ্রি!