হরিচাঁদ-গুরুচাদ তো আদৌ মতুয়া- ই নন, বিস্ফোরক মন্তব্য মন্ত্রী জ্যোতিপ্রিয়’র

NRC-র প্রতিবাদে তৃণমূল প্রভাবিত মতুয়াদের ধরনায় বুধবারেও গরহাজির মমতাবালা ঠাকুর। পরপর দু’দিনই তৃণমূলের এই প্রাক্তন সাংসদ ধরনায় না আসায় ক্ষিপ্ত হয়ে মতুয়াদের ‘অরিজিন’ নিয়েই তোপ দাগলেন মন্ত্রী মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বিস্ফোরক বক্তব্য, “কে এলো, কে এলো না, তাতে কিছু যায় আসে না। মতুয়া কোনও বিশেষ পরিবারের নয়। উনি আসবেন কি’ না, ওনার ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের কাছে রয়েছে।”

আর এর পরই মতুয়াদের একটি বই এনে জ্যোতিপ্রয় তোপ দাগেন, “হরিচাঁদ-গুরুচাদ তো আদৌ মতুয়া- ই নন, ওনারা মৈথিলি ব্রাহ্মণ।”

সোমবার লোকসভায় পাস হয়েছে Citizenship Amendment Bill বা নাগরিকত্ব সংশোধনী বিল৷ আর তারপরই NRC-র বিরোধিতায় মতুয়াদের সামনে এনে মঙ্গলবার থেকে অবস্থানের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ কিন্তু সেই ধরনা মঞ্চে ছিলেন না মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। সংঘাধিপতি নিজেই মঙ্গলবার বলেছেন, এই আন্দোলন কাদের, তা তিনি জানেন না। ওদিকে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, “মমতা ঠাকুর অসুস্থ। তাই আসবেন না। উনি আমাদের সঙ্গেই আছেন। উনি বুধবার আসার চেষ্টা করবেন।” এদিকে এদিনও তৃণমূলের মতুয়া ধর্নায় অনুপস্থিত মমতা বালা ঠাকুর। এদিনও এ বিষয়ে মমতা ঠাকুরকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা যে মতুয়াদের ধর্না এবিষয়ে তিনি কিছু জানেন না। অসুস্থতার জন্য আসতে পারবেন না তিনি। এরপরই উসকে ওঠে জল্পনা, তাহলে কি দলের সঙ্গে দূরত্ব বাড়ছে তৃণমূলের প্রাক্তন সাংসদের? সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর না আসায়, এবার তাঁকে ছাড়াই মতুয়াদের নিয়ে এগোনোর কথা ভাবছে শাসকদল। তৃণমূল বলছে “ওই পরিবারে ঝামেলা আছে। কিন্তু সেজন্য সাধারণ মতুয়ারা কেন বিপাকে পড়বেন?

আরও পড়ুন-“দেশের ব্যবসার লাইফলাইন বাংলা”, বিনিয়োগের আহ্বানে মন্তব্য মুখ্যমন্ত্রীর

 

Previous articleস্পিকারের চেয়ারে সুখেন্দু শেখর
Next articleBIG BREAKING: শিক্ষামন্ত্রীর আশ্বাস, উঠে যাচ্ছে পার্শ্ব শিক্ষকদের অনশন ধরণা, মার্চের মধ্যে সমাধান