জ্বলছে যোগীর রাজ্য, ফের ৩ মৃত্যু, বেড়ে ১২, রাজ্যে ১৪৪ ধারা

যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনে জ্বলছে। প্রথম দু’দিনে ২জনের মৃত্যু হয়েছিল,শুক্রবার মৃত্যু হয় ৬জনের। শনিবার দুপুরের মধ্যেই মৃত্যু হল আরও ৩জনের। সব মিলিয়ে রাজ্যে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। মুখ্যমন্ত্রী বলেছিলেন, আন্দোলনকারীদের ওপর প্রতিশোধ নেওয়া হবে। তাঁর এই বক্তব্যের পরেই আন্দোলন আরও জোরদার হয়েছে এবং হিংসাত্মক আকার নিয়েছে।

জ্বলছে যোগীর রাজ্য। কম করে ২০টি জেলায় চলল জনতা-পুলিশ সংঘর্ষ। আর সেই আন্দোলনের উপর পুলিশের গুলিতে মৃত্যু হল ৬জনের। পুলিশ জানিয়েছে বিজনৌরে ২জন এবং সম্ভল, ফিরোজাবাদ, মিরাট ও কানপুরে একজন করে মৃত্যু হয়েছে। আজ আরও তিনজনের মৃত্যু হয়েছে গুলিতে। পুলিশ অবশ্য বলছে, নিজেদের ছোড়া গুলিতেই তাদের মৃত্যু হয়েছে। এদিনও আন্দোলনে উত্তপ্ত মজাফফরপুর, বাহরাইচ, বুলন্দশহর, গোরক্ষপুর, ফিরোজাবাদ, আলিগড়, ফারুকবাদ। একদিকে চলছে পুলিশের গুলি, পাল্টা চলছে জনতার আক্রমণ। রামপুর আজ উত্তপ্ত হয়েছে। চলছে গুলি, লাঠি, কাঁদানে গ্যাস। এখানে একজনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী কার্যত চ্যালেঞ্জের মুখে পড়েছেন দ্রুত বৈঠক ডেকেছেন। ভিডিও দেখে দেখে আক্রমণকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। কিন্তু এই খবর মানুষের মধ্যে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গেই আন্দোলন আরও তীব্রতর হয়েছে। কার্যত পুলিশ ব্যর্থতার মুখোমুখি হয়েছে আন্দোলন ঠেকাতে। পরিস্থিতি সামাল দিতে ৩১ডিসেম্বর অবধি রাজ্যে সমস্ত জেলায় ১৪৪ধারা জারি করা হয়েছে। বন্ধ রাখা হচ্ছে স্কুল, কলেজ, এমনকী ইন্টারনেটও।

আরও পড়ুন-বিক্ষোভ থামাতে জাতীয় সঙ্গীত গাইলেন বেঙ্গালুরুর ডিসিপি

 

Previous articleবিক্ষোভ থামাতে জাতীয় সঙ্গীত গাইলেন বেঙ্গালুরুর ডিসিপি
Next articleবিশেষ সমাবর্তন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করল যাদবপুর বিশ্ববিদ্যালয়