পাথরপ্রতিমায় ব্যস্ত কর্মসূচিতে মুখ্যমন্ত্রী

আজ মুখ্যমন্ত্রী যাবেন পাথরপ্রতিমায়। ব্যস্ত কর্মসূচি। দুপুর দেড়টার মধ্যে তিনি পৌঁছে যাবেন অনুষ্ঠান মঞ্চে। আজ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন নিজের হাতে। এছাড়া পাট্টা থেকে কন্যাশ্রী, সরাসরি ঋণ, সয়েস হেলথ কার্ড প্রদান সহ একাধিক পরিষেবা মানুষের হাতে তুলে দেবেন। তবে গুরুত্বপূর্ণ হলো বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দেওয়ার বিষয়টি। ক্ষতিগ্রস্তরাও বহুদিন থেকে এই দাবি জানিয়ে আসছিলেন। তিনি আজ সেই দাবি মেটাবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন এলাকার সাংসদ, বিধায়ক, সভাধিপতি, মন্ত্রীও।

Previous articleট্রাম্পের মাথার দাম  কত, ঘোষণা করল ইরান
Next articleচারদিনের টেস্টের প্রস্তাবে জলঘোলা চলছে