উদ্বোধনের আগে সেক্টর ফাইভ মেট্রো স্টেশন ঘুরে দেখলেন জিএম মনোজ জোসি

আগামী ১৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন পর্যন্ত মোট ৬টি স্টেশন। তার আগে সব বিষয় খতিয়ে দেখতে এই স্টেশনগুলো ঘুরে দেখলেন মেট্রোর জিএম মনোজ জোসি, এমডিকেএম, আরসিএল-সহ মেট্রো রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।

তাঁরা চূড়ান্ত প্রস্তুতি ও খুঁটিনাটি বিষয়গুলো দেখেন। একইসঙ্গে যাত্রী সুরক্ষা থেকে প্লাটফর্মে বসার জায়গা, টিকিট কাউন্টার ঘুরে দেখেন তাঁরা। প্রত্যেক স্টেশন-এ রয়েছে তুলির টানে রকমারি আঁকা। আধিকারিকরা সেক্টর ফাইভ থেকে মেট্রোতে উঠে সিটি সেন্টার স্টেশনে আসেন। এবং সেখানেও সববিষয় খতিয়ে দেখেন।

আরও পড়ুন-নিঃসঙ্গতা কাটাতে পারে একমাত্র বই, বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে বই তুলে দিল গিল্ড

Previous articleবেআইনি নির্মাণ রুখলেন বিধায়ক-পুরপ্রধান
Next articleউলট পুরান: রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল