শিলিগুড়ির চাপ কমাতে উত্তরবঙ্গেও সল্টলেকের মত বিকল্প চান কংগ্রেস বিধায়ক

“উত্তরবঙ্গের জন্য একটু ভাবুন। শিলিগুড়ির উপরে চাপ বাড়ছে সেখানে সল্টলেকের মতো বিকল্প শহরের দরকার।” শনিবার বিধানসভায় বাজেট আলোচনায় এই দাবি করলেন কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার।

একইসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের কাছে তিনি আবেদন করেন,”শিলিগুড়িতে যান সেখানে ঘুরুন তাহলে বুঝতে পারবেন কী সমস্যায় রয়েছে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গ।বিকল্প শহরে ভাবনা নেওয়া দরকার। শিলিগুড়িতে মানুষের চাপ ক্রমশ বাড়ছে।”

আরও পড়ুন-বিধায়ক তহবিলের টাকা বৃদ্ধির আবেদন খোদ তৃণমূল বিধায়কের

Previous articleবিধায়ক তহবিলের টাকা বৃদ্ধির আবেদন খোদ তৃণমূল বিধায়কের
Next articleএনআরসি হলে আমি আগে ডিটেনশন ক্যাম্পে যাব: গেহলট