ইচ্ছের বিরুদ্ধে ঘনিষ্ঠ হয়েছিলেন কামাল হাসান! বিস্ফোরক রেখা

কর্মক্ষেত্রে শ্লীলতাহানি, যৌন হেনস্থার ঘটনায় সরব হয়েছেন বহু মহিলা। হ্যাশট্যাগ মিটু লিখে তাঁরা তুলে ধরেছেন আক্রান্ত হওয়ার কাহিনী। এবার ৩৪ বছর আগে ঘটা যৌন হেনস্থার ঘটনা সামনে আনলেন দক্ষিণী অভিনেত্রী রেখা। ১৯৮৬ সালের ১ নভেম্বর মুক্তি পায় পুন্নাইগাই মান্নান। এক সাক্ষাৎকারে রেখা জানান, অভিনেতা কমল হাসান পুন্নাইগাই মান্নানের সেটে তাঁকে যৌন হেনস্থা করেছিলেন।

ওই ছবির পরিচালক ছিলেন বালাচন্দ্রন ও কমল হাসান। নায়কের ভূমিকা অভিনয় করেছিলেন কমল। অভিনেত্রী জানান, শুটিং চলাকালীন একটি দৃশ্যে কমল হাসান হঠাৎ তাঁকে চুমু খেতে শুরু করেন। তাঁর দাবি, ওই দৃশ্যে যে চুম্বন করা হবে সে কথা দুই পরিচালকের কেউ তাঁকে জানাননি। অভিনেত্রীর বয়স তখন ১৬ বছর। ওই ঘটনা তাঁর উপর ব্যাপক মানসিক চাপ তৈরি করেছিল বলে জানান রেখা। সেই সময় ঘটনার কথা জানিয়েছিলেন অনেককে। কিন্তু সিনেমা পুন্নাগাই মান্নান সুপার হিট হওয়ার পর কেউ তাঁর কথার গুরুত্ব দেননি। এমনকী ওই ঘটনার জন্য কমল হাসানের মধ্যে কোনও অনুশোচনাও দেখতে পাননি বলে জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন নেটিজেনরা। তাঁদের দাবি কমল হাসানকে ক্ষমা চাইতে হবে। তবে এই বিষয়ে কমল হাসানের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন-রাতের কলকাতায় চলন্ত বাসে কিশোরীকে শ্লীলতাহানি

Previous articleকরোনাভাইরাস ছড়িয়েছে চিনের বাইরেও, আক্রান্ত কমপক্ষে ৮০ হাজার
Next articleহোলিতে কলকাতায় “এক টুকরো শান্তিনিকেতন”