Coronavirus : ইতালিতে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমান

করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব। হু হু করে ছড়িয়ে পড়ছে সব জায়গায়। নভেল করোনাভাইরাসকে মহামারি হিসাবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়ে দিয়েছে, চিনের পর, ইউরোপই এখন করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ইতালিতে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে উদ্যোগী হয়েছে ভারত। চিনের পরেই করোনায় ক্ষতিগ্রস্ত ইতালি। সেখানে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে বারোশো-র বেশি। এদিকে মৃতের সংখ্যা বাড়ার সঙ্গে বাড়ছে আতঙ্কও। এমন পরিস্থিতিতে, সেখানকার প্রবাসী ভারতীয়দের দেশে ফেরাতে, শনিবার ইতালির মিলানে উড়ে যাবে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান।

আরও পড়ুন-করোনার জেরে মাস্ক- স্যানিটাইজারের আকাল, কালোবাজারি রুখতে তৎপর কেন্দ্র

Previous articleফের বিকেলের পর বৃষ্টিতে ভাসবে কলকাতাসহ রাজ্য
Next articleসত্যি না কল্পনা? ‘উহান-৪০০’ কীসের সংকেত, চলছে চর্চা