করোনা আতঙ্ক: সর্বদল-বৈঠকে পুরভোট পিছনোর আর্জির সম্ভাবনা সব দলের

করোনা পরিস্থিতিতে রাজ্যে পুরসভা ভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সোমবার, বিকেল ৩ টে সর্বদল বৈঠকে ডাক দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। সেই বৈঠকে রাজ্যের শাসকদল ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানাবে বলে সূত্রের খবর। সেই আর্জিতে সমর্থন আছে গেরুয়া শিবিরেরও। এদিনের, বৈঠকে মোট ১১টি রাজনৈতিক দলকে আহ্বান করা হয়েছে। কংগ্রেস ও বামেরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকেই সমর্থন জানাবে বলে ঘনিষ্ট মহল সূত্রে খবর।

এদিকে, ইতিমধ্যে করোনা আতঙ্কের জেরে পুর ভোট পিছনোর আবেদন জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস। দলের সভাপতি অমিতাভ মজুমদার জানান, করোনা পরিস্থিতিতে মিটিং, মিছিল বা ভোটের প্রস্তুতি সম্ভব নয়। এই কারণে দেখিয়েই ভোট পিছিয়ে দিতে কমিশনে আর্জি জানিয়েছেন তাঁরা। তবে, রাজ্য নির্বাচন কমিশন এবিষয়ে এখনও কোনও বার্তা দেয়নি বলে জানিয়েছেন অমিতাভ মজুমদার।

আরও পড়ুন-আজ আস্থা ভোট নয়, করোনার ছুতো দেখিয়ে মধ্যপ্রদেশ বিধানসভা মুলতুবি স্পিকারের

Previous articleআস্থা ভোট চেয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি
Next articleকরোনা আতঙ্ক: বলিউডের পথেই টলিউড?