কোন্নগরে প্রবীর ঘোষালের সমর্থনে পোস্টার, ছিঁড়লেন স্থানীয়রাই

দলীয় পদ ছাড়ার পরেই উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালের (Prabir Ghoshal) ছবি দিয়ে ‘দাদার অনুগামী’ পোস্টার পড়ল। বৃহস্পতিবার সকালে কোন্নগর (Konnogar) শহরজুড়ে বিভিন্ন জায়গায় দেখা যায় প্রবীর ঘোষালের ছবি দিয়ে পোস্টার আর নীচে লেখা ‘দাদার অনুগামী’। কিছুদিন আগেই সাংবাদিক বৈঠকে তৃণমূল (Tmc) দলের কোর কমিটি ও দলের জেলার মুখপাত্র পদ ছাড়ার কথা জানিয়ে দেন প্রবীর। তারপর বিধায়কের অফিসের সামনে ওঠে ‘গদ্দার’ স্লোগান। বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল দলের একাংশ।

আরও পড়ুন:তাপস রায়ের মন্তব্য ঘিরে বিধানসভায় তুলকালাম, বিক্ষোভ বাম-কংগ্রেসের

তবে. এদিন সকালে আবার দেখা যায় কোন্নগর শহরের বিভিন্ন জায়গায় বিধায়ক প্রবীর ঘোষালের ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার (Poster)। এবিষয়ে প্রবীর ঘোষাল জানান, কারা এই কাজ করেছে তিনি জানেন না। তবে, অনেকেই তাঁকে ভালবাসেন। তাই দলীয়পদ ছাড়ার পরেও পাশে থাকার বার্তা দিতে এই ব্যানার হতে পারে বলে মত বিধায়কের। তবে, বেলা বাড়তেই কোন্নগরের প্রবীর ঘোষালের ছবি দেওয়া দাদার অনুগামী পোস্টার ছিঁড়ে ফেলেন স্থানীয় কয়েকজন। এই পোস্টার ঘিরে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে আবার রাজনীতির অন্য সমীকরণ শুরু হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advt

Previous articleতাপস রায়ের মন্তব্য ঘিরে বিধানসভায় তুলকালাম, বিক্ষোভ বাম-কংগ্রেসের
Next articleরামমন্দির নির্মান তহবিলে ২ লক্ষ ৪০ হাজার টাকা দিলেন শুভেন্দু