শুক্রবারের পর ফের আজ কম্পন অনুভূত ভারতের এই রাজ্যে

ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজি অনুসারে, রবিবার বিকেলে হিমাচল প্রদেশের কাছে কম্পন অনুভূত হয়। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.২। সংস্থাটির মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের হিমাচল প্রদেশের মান্ডির ৩০ কিলোমিটার দক্ষিণে। কম্পন অনুভূত হয় ভারতীয় সময় বিকেল ৪:৪৯ মিনিটে। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

আরও পড়ুন-‘সেনার মনোবল ভাঙছে সরকার’, সীমান্ত ইস্যুতে মোদিকে তোপ প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর

শুক্রবারই আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প হয় পরপর দু’বার। শুক্রবার রাত ১০.৩১ মিনিটে প্রথমবার ভূমিকম্প। কম্পনের উৎসস্থল তাজিকিস্তান। আফগান ফাইজা গ্রাম থেকে ৩০০ কিমি নিচে। দ্বিতীয় ভূমিকম্প রাত ১০.৩৪ মিনিটে। যার এপিসেন্টার ছিল অমৃসরের মাটি থেকে ১০কিমি নিচে। ফলে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি, এনসিআর, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশে ভূমিকম্প অনুভূত হয়। রাতের প্রথম কম্পনের মাত্রা ছিল সিসমোগ্রাফে ৬.৩ ও দ্বিতীয়টি ছিল ৬.১। এই দুই ক্ষেত্রেই কম্পনের মাত্রা যথেষ্ট হওয়ায় চিন্তিত ভূবিজ্ঞানীরা।

Advt

Previous articleএবার বামেদের মুখেও “খেলা হবে”, কান্তির হাতিয়ার মানুষের দাবি
Next articleহুগলিতে ডানলপ মাঠে মোদির জনসভা, সভাস্থল পরিদর্শন লকেটের