রাহুল গান্ধী ‘পরিযায়ী শ্রমিক’, কেন বলল বিজেপি?

কংগ্রেস (congress) নেতা ও সাংসদ রাহুল গান্ধীকে (rahul gandhi) এবার ‘পরিযায়ী শ্রমিক’ (migrant worker) বলে কটাক্ষ করল বিজেপি (bjp)। লোকসভা নির্বাচনে রাহুলের কেরালা থেকে লড়াই করা নিয়েই পদ্ম শিবিরের এই আক্রমণ। মঙ্গলবার বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী (prahlad joshi) বলেন, উত্তরপ্রদেশের আমেথির মানুষ গান্ধী পরিবারকে প্রত্যাখ্যান করেছেন। তাই পরিযায়ী শ্রমিকের মত রাহুল কেরালায় এসে সাংসদ হওয়ার জন্য আশ্রয় নিয়েছেন।

এদিন কেরালার শবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার ইস্যুতে কেরালার ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধীকে ‘টার্গেট’ করে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী দাবি করেছেন, কংগ্রেসের জাতীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব এই বিষয়ে দুটি ভিন্ন অবস্থান নিয়েছে। শবরিমালা নিয়ে সোনিয়া-পুত্রকে নিজের অবস্থান পরিষ্কার করার দাবি জানান তিনি। রাহুল গান্ধীকে আক্রমণ করে যোশী বলেন, কংগ্রেস নেতা নিজেই একজন ‘পরিযায়ী শ্রমিক’। তিনি আমেথি থেকে তিনবার নির্বাচিত হয়েও নিজের কেন্দ্রের উন্নয়নে কিছুই করেননি। আমেথির জনগণ তাঁকে প্রত্যাখ্যান করার পর রাহুল গান্ধী এখন কেরালায় এসে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন:আব্বাসের জন্য দরজা খোলা রেখে বাম-কংগ্রেস আসন রফা চূড়ান্ত

Advt

Previous articleসৌদিতে বাংলাদেশি গৃহকর্মীর হত্যায় গৃহকর্ত্রীর ফাঁসি, স্বামীর জরিমানা
Next article২২ হোক বা ৫০, আইন সবার জন্য সমান: দিশা রবি গ্রেফতারি সম্পর্কে দিল্লি পুলিশ