পার্শ্ব শিক্ষক ইস্যুতে হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি মুকুলের

বেতন কাঠামোর উন্নতি-সহ একাধিক দাবিতে লাগাতার আন্দোলনে নেমেছে রাজ্যের পার্শ্ব শিক্ষকরা। সল্টেলেকে বিকাশভবনে সামনে ধর্নায় বসেছেন তাঁরা। ১০ দিন ধরে চলছে অনশনও। এবার পার্শ্বশিক্ষকদের দাবি আদায়ে উদ্যোগ নিলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। রাজ্যের পার্শ্ব শিক্ষকদের দাবিপূরণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়।

সর্বভারতীয় ভিত্তিতে বেতন কাঠামো, চাকরির স্থায়ীকরণ-সহ আরও একাধিক দাবিতে প্রায় দু’মাস ধরে সল্টলেকে বিকাশ ভবনের কাছে অবস্থানে বসেছেন রাজ্যের পার্শ্ব শিক্ষকদের একাংশ। দীর্ঘ বিক্ষোভের পরও রাজ্য সরকার পার্শ্বশিক্ষকদের দাবি পুরণ করেনি বলে অভিযোগ। তাদের সমস্যা সমাধানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিবাচক ভূমিকা নিয়ে বিষয়টিতে হস্তক্ষেপ করেন, তেমনই আরজি জানিয়েছেন মুকুল রায়। শনিবার পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চে যান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্য়ায়। তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনিও।

আরও পড়ুন- ফুয়াদ হালিমের পরামর্শেই মইদুলের চিকিৎসা? পুলিশি তদন্তে জেরার মুখে সিপিএম নেতা

Advt

Previous articleখাদ্যরসিক হওয়া ভালো, তবে খাই আর খাঁইয়ের পার্থক্য জরুরি
Next articleব্রেকফাস্ট নিউজ