‘বিরাট’ রেকর্ড, ধোনিকে ছুঁলেন কোহলি

আরও একটি রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক( india captain) বিরাট কোহলি( virat kholi)। মঙ্গলবার চেন্নাইয়ে তিনি ধরে ফেললেন মহেন্দ্র সিং ধোনিকে( MS dhoni)। দ্বিতীয় টেস্টে চেন্নাইয়ে ইংল‍্যান্ডকে( england) ৩১৭ রানে হারানোর পরই অধিনায়ক হিসাবে ধোনিকে স্পর্স করলেন বিরাট।

অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে সবথেকে বেশি টেস্ট জয়ের এখন যুগ্ম ভাবে শীর্ষে রয়েছেন বিরাট কোহালি এবং মহেন্দ্র সিংহ ধোনি। দুজনেরই দেশের মাটিতে টেস্ট জয়ের সংখ্যা ২১।

রানের বিচারে দেশ, বিদেশ মিলিয়ে এটি ভারতের পঞ্চম বড় জয়। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের এটিই সবথেকে বড় জয়।

আরও পড়ুন:অভিষেক ম‍্যাচে সাত উইকেট অক্সরের

Advt

 

Previous article২২ হোক বা ৫০, আইন সবার জন্য সমান: দিশা রবি গ্রেফতারি সম্পর্কে দিল্লি পুলিশ
Next article‘হাত ছাড়া’ হওয়ার ভয়? সরস্বতী পুজোয় সারাদিন নন্দীগ্রামে শুভেন্দু