এক ম‍্যাচ নির্বাসনের মুখে পড়তে পারেন কোহলি, চিন্তার ভাঁজ ভারতীয় দলে

এক ম‍্যাচ নির্বাসনের মুখে পড়তে পারেন ভারত অধিনায়ক ( india captain )বিরাট কোহলি( virat kohli)। এমনটাই জানা যাচ্ছে বিশেষ সূত্রে। তবে কি এমন করলেন বিরাট, যার জন‍্য নির্বাসনের মুখে পড়তে হতে পারে তাঁকে?

ঘটনার সূত্রপাত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে অক্সর প্যাটেলের ডেলিভারিতে অধিনায়ক জো রুটকে নট-আউট দেন আম্পায়ার নীতীন মেনন। রিভিউর সিদ্ধান্ত নেয় তখন ভারতীয় দল। কিন্তু সেখানেও অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকেই মান্যতা দেওয়া হয়। এরপরই সেই সিদ্ধান্তের বিরুদ্ধে বারবার নিজের হতাশা প্রকাশ করতে থাকেন কোহলি। অন-ফিল্ড আম্পায়ারের সঙ্গে কোহলির বাক্য বিনিময়ের দৃশ্যও ক্যামেরাবন্দি হয়। সেখানে স্পষ্ট দেখা যায়, জো রুটকে আউট না দেওয়ায় বেশ ক্ষুব্ধ কোহলি। আর এই কারণেই শাস্তির মুখে পড়তে হতে পারে কোহলিকে।

তবে অধিনায়ক বিরাট কোহলির শাস্তি হবে কি না, তা নির্ভর করছে ম্যাচ রেফারি জভগল শ্রীনাথের রিপোর্টের ওপর।  শ্রীনাথ কোহলির আচরণ নিয়ে কী রিপোর্ট জমা দেন, তার উপর নির্ভর করছে কোহলির ভাগ‍্য।

আরও পড়ুন:টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ডু’প্লেসি

Advt

Previous articleক্যাপিটল হিলে হামলার তদন্তে গঠিত হোক স্বাধীন কমিশন, চিঠি দিলেন পেলোসি
Next articleকরোনায় আক্রান্ত অভিনেতা রণবীর শোরে