দিলীপের চা-চক্রে লাকি ড্র, তীব্র কটাক্ষ কুণালের

বিজেপির চা-চক্রে পুরস্কারের টোপ। বুধবার, এই চিত্র দেখা গেল যোধপুর পার্কে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) চা-চক্রে কুপন বিলি করা হয়। তারপর লাকি ড্রয়ের (Luckydraw) মাধ্যমে বিজেতাদের বেছে নিয়ে দেওয়া হল পুরস্কার। বিজেপির (Bjp) প্রতীক দেওয়া একটি বাক্সে রয়েছে বাল্ব; সেটাই পুরস্কার।

বিজেপির এই লাকি ড্র-কে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল (Tmc) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, চা-চক্রে ভিড় হচ্ছে না, তাই লাকি ড্রয়ের টোপ দিয়ে লোক ডেকে আনা হচ্ছে। “এটা একটা সার্কাস পার্টি। শীতকালে এই সার্কাস চলছে”।

আর যাঁরা পুরস্কার পেলেন, তাঁরা কী বলছেন? একজন পুরস্কার বিজেতা বলেন, “এসেছিলাম দিলীপ ঘোষের বক্তব্য শুনব বলে, হাতে পেলাম বাল্ব”।

তবে, যাঁর চা-চক্রকে কেন্দ্র করে এই লাকি ড্র-এর ব্যবস্থা, সেই দিলীপ ঘোষের এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Previous articleমইদুল-মৃত্যুর তদন্তের দাবিতে আজ থেকে পথে SFI-DYFI, হবে থানা ঘেরাও-রেল রোকো
Next articleমা উড়ালপুলে ফের দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি