তৃণমূলকে তোপ দেগে গঙ্গাসাগরের প্রতিশ্রুতির ঘোড়া ছোটালেন শাহ

পঞ্চম দফায় রাজ্যে পরিবর্তন যাত্রার সূচনা করতে বৃহস্পতিবার গঙ্গাসাগরে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। সেখানেই ইন্দিরা ময়দান থেকে রাজ্যের বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে প্রতিশ্রুতি ঘোড়া ছোটান তিনি। একইসঙ্গে চেনা ছকে রাজ্যের তৃণমূল সরকারকে(TMC government) তোপ দাগতে দেখা গেল অমিত শাহকে। জানিয়ে দিলেন, এই তৃণমূল সরকার উৎখাত করার সময় এসে গিয়েছে।

এদিন গঙ্গাসাগরে(Gangasagar) উপস্থিত হয় অমিত শাহ বলেন, ‘আজ পরিবর্তন যাত্রার পঞ্চম দফার উদ্বোধন উপলক্ষে আমি এখানে এসেছি। আমাদের এই পরিবর্তনের রথ ২৯৪ টি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যাবে। রাজ্যের ২৯৪ টি কেন্দ্র থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দেবে। নরেন্দ্র মোদির বার্তা নিয়ে আসা এই যাত্রায় অংশ নেবেন বিজেপির সমস্ত কর্মীরা।’ পাশাপাশি তিনি আরও বলেন আমাদের লক্ষ্য রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করা নয়। আমাদের উদ্দেশ্য রাজ্যে চলতে থাকা অপশাসনের পরিবর্তন। তুষ্টিকরনের রাজনীতির পরিবর্তন। সরকারি কাজে চলতে থাকা কাটমানি প্রথার পরিবর্তন।’

এরপরই গঙ্গাসাগর এলাকার মৎস্যজীবীদের কাছে টানতে ঢালাও প্রতিশ্রুতি দিয়ে যান অমিত শাহ। তিনি বলেন, ‘রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় এলে ৪ লক্ষ মৎস্যজীবীকে কৃষক সম্মান নিধির মতো ৬০০০ টাকা করে দেওয়া হবে। এখানকার মৎস্যজীবী মানুষদের জন্য আন্তর্জাতিক মানের সি ফুড প্রসেসিং তৈরি করবে বিজেপি সরকার।’ পাশাপাশি বিজেপি সরকারের আমলে সপ্তম পে কমিশন এবং স্কুলশিক্ষকদের নিয়োগ ও বেতন সংক্রান্ত যে সমস্যা চলছে তা সমাধানে বিশেষ কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন:‘পরিবর্তন যাত্রা’র সূচনা আগে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে পুজো অমিত শাহের

পাশাপাশি তৃণমূলকে তোপ দেগে অমিত শাহ আরো বলেন, ‘এ রাজ্যে আমাদের ১৩০ জন কর্মী শহিদ হয়েছেন। এই শহিদদের বলিদান কোনওভাবেই ব্যর্থ হবে না। বাংলায় পদ্মফুল ফুটবেই।’ পাশাপাশি তিনি আরো জানান, ‘তৃণমূলের দুর্নীতিগ্রস্থরা যেখানেই লুকিয়ে যাক না কেন, রাজ্যে বিজেপি সরকার গড়ার পর দুর্নীতিগ্রস্তদের টেনে বের করে জেলে পাঠাবে।’ এছাড়াও পশ্চিমবঙ্গের নির্বাচনে রিগিং প্রসঙ্গেও মুখ হতে দেখা যায় অমিত শাহকে। তিনি বলেন, ‘এবারের নির্বাচনে আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। আমি আপনাদের কথা দিচ্ছি রাস্তায় তৃণমূলের গুন্ডা থাকবে না।’

Advt

Previous articleজাকিরের উপর হামলার ঘটনার নিন্দা করেও রাজ্যকে ‘দুষলেন’ ধনকড়
Next articleগঙ্গাসাগরে শাহের সভায় বিজেপিতে যোগ দিলেন অভিনেতা হিরণ