মায়ের আবেগের কাছে হার মেনে বিজেপিতে যাচ্ছেন না রাজীব ঘনিষ্ঠ নেতা

মায়ের কথা ফেলতে পারলেন না। তাই মায়ের চোখে জল দেখে শেষ পর্যন্ত দলবদলের চিন্তাভাবনা থেকে সরে এলেন রাজীব ঘনিষ্ঠ নেতা ডোমজুড়ের তৃণমূল পরিচালিত সলপ একনম্বর পঞ্চায়েতের উপপ্রধান জ্যোতির্ময় ঘোষ । তিনি জানিয়েছেন, তৃণমূল থেকেই কাজ করতে চান। সর্বশক্তি দিয়ে জেতাতে চান ডোমজুড়ে দলের প্রার্থীকে ।
রাজীব যখন তৃণমূলে থেকে বেসুরো মন্তব্য করেছেন তখনো তাকে সমর্থন করেছিলেন এই উপপ্রধান । এমনকি বিজেপি পার্টি অফিসেও তাকে রাজীবের সঙ্গে দেখা গেছিল। তাই স্বাভাবিকভাবেই রাজীবের বিজেপি যোগ দেওয়ার পর জল্পনা বেড়েছিল যে উপ-প্রধানের বিজেপিতে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা। যদিও সেই আশায় জল ঢেলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন , তিনি তৃণমূলেই আছেন। জানা গিয়েছে, বিজেপি তে যাওয়ার জন্য তিনি যখন সিদ্ধান্ত নেন তখন পরিবারে অশান্তি শুরু হয়। মা বোঝানোর চেষ্টা করেন যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবার সিদ্ধান্ত ভুল। শেষ পর্যন্ত মায়ের আবেগের কাছে হার মানতে হয়েছে ছেলেকে।
এই বিষয়ে হাওড়া জেলা( সদর) সভাপতি মন্ত্রী অরূপ রায় জানান, কেউ যদি তার ভুল বুঝতে পারে তাহলে অবশ্যই সেটা ইতিবাচক দিক।

Previous articleউদ্বাস্তু মাছ ব্যবসায়ীর বাড়িতে নিরামিষ ভোজ অমিতের
Next articleঅস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নাদালের