‘বাংলা নিজের মেয়েকেই চায়’, বললেন খোশমেজাজি অনুব্রত

‘বাংলা নিজের মেয়েকেই চায়’, বোলপুরে তৃণমূলের নতুন স্লোগান প্রকাশ করলেন অনুব্রত মণ্ডল। রবিবার বোলপুর হাইস্কুলে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে পাওয়া গেল একটু অন্যরকমভাবে। যে কন্ঠে রাজনৈতিক হুঁশিয়ারির সুর চড়ে সেই কণ্ঠেই এদিন শোনা গেল বাউলের সুর। অনুব্রতকে খোশমেজাজে পেয়ে স্বভাবতই খুশি তৃণমূলের শিক্ষক সংগঠনের সম্মেলনে আমন্ত্রিতরা।

রবিবার বোলপুর হাইস্কুলে উপস্থিত ছিলেন প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয় এবং কলেজের শিক্ষক শিক্ষিকারা। সেই মঞ্চেই নতুনভাবে ধরা দিলেন অনুব্রত। মঞ্চে নাচ-গানের আসরও জমে উঠেছিল। মঞ্চে ‘খেলা হবে’ স্লোগানটি নিয়ে গান শোনান বাউল শিল্পীরা। সেই সুরে সুর মেলান অনুব্রতও। শিল্পীরা যখন গাইছেন, ‘উন্নয়নের খেলা হবে’, সেই সুরে গলা মেলান তিনি। ‘খেলা হবে’ স্লোগান লেখা একটি স্মারকও তুলে দেওয়া হয় তাঁর হাতে।

এদিন চেনা ছকের বাইরে গিয়ে একটু অন্যরকমভাবে ক্যামেরায় ধরা দিলেন অনুব্রত। কখনও বাউলদের গানের সুরে গলা মিলিয়েছেন, কখনও তালে তাল মিলিয়ে বাঁ পা  নাচাতে দেখা গিয়েছে তাঁকে। অনুব্রতকে। চেনা গণ্ডির বাইরে তৃণমূলের নেতাকে এভাবে আবিষ্কার করে অনেকে বিস্মিতও হয়েছেন। এপ্রসঙ্গে অনুব্রতর প্রতিক্রিয়া, ‘‘সব সময় তো আর পার্টি পার্টি ভাল লাগে না। এখানে শিক্ষকরা আছেন। তাঁরা অনেক সম্মাননীয়।’’

অবশ্য মঞ্চে উঠে অনুব্রতকে পাওয়া গেল সেই চেনা ছন্দেই। বললেন, ‘‘২৪টি ব্লকে কেন্দ্রীয় বাহিনী দিলেও কিছু যায় আসে না। মানুষ ভোট দেবে। বাড়ি বাড়ি গিয়ে খেলা হবে। চার জনেও খেলা হবে।’’

Advt

 

Previous articleবাঙালির আবেগকে উস্কে দিতে কালীঘাট- দক্ষিণেশ্বর মন্দিরকে জুড়ে টুইট মোদির
Next article৬ মাসের জন্য জামিনে মুক্ত কবি ভারভরা রাও, নির্দেশ বম্বে হাইকোর্টের