জাতীয় ভোটার দিবসে ‘স্পট ভোটার’ হওয়ার সুযোগ

খায়রুল আলম, ঢাকা

আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস (Voter Day) উপলক্ষ্যে ‘স্পট ভোটার’ হওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission-EC)। ওই দিন নির্বাচন কমিশনের উপজেলা, আঞ্চলিক, জেলা ও বিভাগীয় কার্যালয়ে তথ্য প্রমাণ নিয়ে গেলেই ভোটার হওয়া যাবে। তবে করোনা পরিস্থিতিতে দিবসটি স্বল্প পরিসরে পালিত হবে।

গতবছর ঘটা করে এই দিবসটি পালিত হলেও এবার তা হচ্ছে না। করোনার কারণে এবার বড় কোনও সমাবেশ থাকছে না। তবে ভোটারদের সচেতন করতে বাংলাদেশে টেলিভিশনসহ (Bangladesh Television) বেসরকারি টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান হবে। জাতীয় পত্রিকায় বের হবে ক্রোড়পত্র। আলোকসজ্জ্বিত করা হবে রাজধানীর নির্বাচন ভবন। আর ওই ভবনের আশপাশ সড়কগুলোতে ব্যানার-ফেস্টুন টানানো হবে। আর নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়েই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন- তৃণমূলত্যাগী শ্যামাপ্রসাদকে বিজেপির রথ থেকে নামিয়ে দেওয়া হল! ‘শুদ্ধিকরণ’ করা হল রথের

Advt

Previous articleতৃণমূলত্যাগী শ্যামাপ্রসাদকে বিজেপির রথ থেকে নামিয়ে দেওয়া হল! ‘শুদ্ধিকরণ’ করা হল রথের
Next articleঅবশেষে পূর্ব বর্ধমান থেকে ধৃত বিজেপি নেতা রাকেশ সিং, গ্রেফতার দুই পুত্রও