মোতেরায় একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট

বুধবার মোতেরায় ভারত-ইংল‍্যান্ড( india vs england) তৃতীয় টেস্ট( 3rd test)। এই টেস্টে একাধিক রেকর্ডের সামনে দাড়িয়ে ভারত অধিনায়ক( indian captain ) বিরাট কোহলি( virat kohli)। এই টেস্ট ম‍্যাচে পিছনে ফেলে দিতে পারেন রিকি পন্টিং এবং মহেন্দ্র সিং ধোনিকে। এখন সেই দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

বুধবার মোতেরায় শুরু হচ্ছে গোলাপি বলের টেস্ট।এই টেস্ট ম‍্যাচে শতরান করলেই অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড গড়ে ফেলবেন বিরাট। এই রেকর্ডে পিছনে ফেলে দেবেন প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং কে। এই মুহূর্তে অধিনায়ক হিসেবে ৪১টি আন্তর্জাতিক শতরানের মালিক বিরাট। রিকি পন্টিংয়ের সঙ্গে যুগ্ম ভাবে দাড়িয়ে তিনি। তাই বুধবার মোতেরায় শতরান করলেই রেকর্ড গড়বেন ভারত অধিনায়ক।

শুধু শতরানই নয়, আরও একটি রেকর্ড গড়তে পারেন কোহালি। মোতেরায় তৃতীয় টেস্ট জিতলে ভেঙে দেবেন ধোনির রেকর্ডও। মহেন্দ্র সিংহ ধোনির দখলে রয়েছে দেশের মাটিতে ২১টি টেস্ট জয়ের রেকর্ড। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট জিতে ইতিমধ্যেই ছুয়ে ফেলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ককে। মোতেরায় তৃতীয় টেস্টে জয় এলে ক‍্যাপ্টন কুলকে টপকে যাবেন বিরাট।

আরও পড়ুন:গোলাপি টেস্টের সাতকাহন

Advt

Previous articleগোলাপি টেস্টের সাতকাহন
Next article২ দিনের বিরতির পর ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম