বেরোজগার সূচকে দ্বিতীয় ত্রিপুরা, রাজ্যে প্রচারে অস্বস্তি বিঁধছে বিপ্লবকে

বেকারত্বের সূচকে ত্রিপুরা দেশের দ্বিতীয় অথচ রাজ্যে নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব উন্নয়নের বাক্যবাণে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের প্রবল সমালোচনা করছেন। বিপ্লববাবুর দাবি, বিজেপির আমলে অপরাধ সূচকে পশ্চিমবঙ্গের তুলনায় ভালো অবস্থানে রয়েছে ত্রিপুরা।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সম্প্রতি রাজ্যে প্রচারে এসে বলেছিলেন, পশ্চিমবঙ্গের যে কেউ ত্রিপুরায় কাউকে জিজ্ঞেস করুন কেমন আছেন, তারা বলে দেবে শুধু পরবর্তী ভোটের অপেক্ষা করছি। বাংলার জনগণের কাছে অনুরোধ, ত্রিপুরার মতো বিজেপির বিষ গলায় নেবেন না।
খোদ মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথার রেশ ধরে বলেছেন, ত্রিপুরার এক্স সিএম মানিকবাবুর কথা শুনলেই বিজেপির আসল রূপ বুঝতে পারবেন।
বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে মঙ্গলবার বিপ্লব দেব উত্তর ২৪ পরগনার হাবড়ায় দলীয় কর্মসূচিতে অংশ নেন।ত্রিপুরায় বিজেপির অন্দরমহলে তাঁকে নিয়ে প্রবল ক্ষোভ রয়েছে বিধায়কদের মধ্যে। বারবার স্লোগান উঠেছে ‘বিপ্লব হটাও’।

Previous articleডানলপে আজ তৃণমূল নেত্রীর পাল্টা সভা, আশায় কর্মীরা
Next article২৮-এর ব্রিগেডে আসছেন তেজস্বী যাদব, এন্টালি, জোড়াসাঁকোয় লড়বে RJD