তৃতীয় টেস্টে দুরন্ত জয় ভারতের, ইংল‍্যান্ডকে ১০ উইকেটে হারাল ‘বিরাট’ বাহিনী

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় টেস্টে( 3rd test) দুরন্ত জয় পেল ভারতীয় দল( india team)। এদিন ইংল‍্যান্ডের ( england) বিরুদ্ধে ১০ উইকেট জিতল বিরাট কোহলির ( virat kohli) দল। ম‍্যাচে দুরন্ত বোলিং অক্ষর প‍্যাটেল এবং রবীচন্দ্রন অশ্বিনের। এই জয়ের ফলে সিরিজে ২-১ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

ম‍্যাচের দ্বিতীয় দিনেই ফয়শালা হল গেল তৃতীয় টেস্টের। এদিন প্রথম ইনিংসে রোহিত দুরন্ত অর্ধ-শতরান করলেও ১৪৫ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় ইংল‍্যান্ডের দ্বিতীয় ইনিংস। ৩৩ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামলেও দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই বিপাকে পড়ে ইংল্যান্ড। শূন্য রানেই দু’উইকেট পড়ে যায়।  ব্রিস্ট্রো এবং ক্রলি শূন‍্য রানে আউট হয়ে যান। ইংল‍্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান বেন স্টোকসের। মাত্র ২৫ রান করেন তিনি। রুট করেন ১৯ রান। ওলি পোপ করেন ১২ রান। ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন অক্ষর প‍্যাটেল এবং রবীচন্দ্রন অশ্বিনের। পাঁচ উইকেট নেন অক্ষর। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দুরন্ত তিনি। ৪ উইকেট নিলেন অশ্বিন। জয়ের জন‍্য ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৯ রান।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় ভারতের দুই ওপেনার। রোহিত শর্মা ২৫ রান করে অপরাজিত। আরেক ওপেনার শুভমন গিল ১৫ রানে অপরাজিত। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের জয়ের আসল দুই নায়ক অক্ষর প‍্যাটেল এবং রবীচন্দ্রন অশ্বিন। তাদের বোলিং এর দাপটেই কুপোকাত ইংরেজদের ব‍্যাটিং লাইন।

আরও পড়ুন:বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ব‍্যাটিং পৃথ্বীর

Advt

Previous articleপেট্রোপণ্যের অত্যাধিক দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Next articleশুক্রবার বনধের মুখে দেশ, প্রভাব পড়তে পারে যান চলাচলে