ত্বহা সিদ্দিকির সঙ্গে বৈঠক মমতার, ফুরফুরা শরিফের অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী

একুশের ভোটের আগেই ফুরফুরা শরিফে (Furfura Sharif) যেতে পারেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ত্বহা সিদ্দিকি (Twaha Siddiqui)। সূত্রের খবর, দু’জনের মধ্যে প্রায় ৪০ মিনিট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নিজেই একথা জানান ত্বহা সিদ্দিকি। যদিও বৈঠকে রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই দাবি করেছেন ত্বহা সিদ্দিকি (Twaha Siddiqui)।

প্রসঙ্গত, মার্চের ৬,৭ ও ৮ তারিখ টানা ৩ দিন ফুরফুরা শরিফে (Furfura Sharif) ধর্মসভা রয়েছে। এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে বৈঠকে শুধুমাত্র ওই ৩ দিনের ধর্মসভার প্রস্তুতি নিয়েই আলোচনা হয়েছে। ওই তিন দিন লক্ষাধিক লোকের সমাগম হয় ফুরফুরা শরিফে। এমনটাই জানিয়েছেন ত্বহা সিদ্দিকি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, সেখানে আমন্ত্রণ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী যাওয়ার খুব চেষ্টা করবেন বলেই নাকি জানিয়েছেন।

আরও পড়ুন- কুঁদঘাটে ম্যানহোলে পড়ে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা পুরসভার

Advt

Previous articleকুঁদঘাটে ম্যানহোলে পড়ে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা পুরসভার
Next articleমেদিনীপুর ডে কলেজে হাতির তাণ্ডব!