অরোরার অবসরের পর মুখ্য নির্বাচন কমিশনার হতে চলেছেন সুশীল চন্দ্র

বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণার সময়ই শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা (Sunil Arora) নিজেই বলেছেন তাঁর অবসরের কথা৷ বলেছেন, এটাই তাঁর শেষ সাংবাদিক বৈঠক৷ সাধারণভাবে ভোট ঘোষণার দিন ও ফল প্রকাশের দিন সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচনী কমিশনার। সেই মতোই ভোট ঘোষণার সাংবাদিক বৈঠক তিনি করলেও ফলপ্রকাশের পর সাংবাদিক বৈঠক করবেন অন্য কেউ৷ কারন, ভোটের মাঝখানে, আগামী ১৩ এপ্রিল, মুখ্য নির্বাচন কমিশনার পদে সুনীল অরোরা’র মেয়াদ শেষ হচ্ছে।

১৪ এপ্রিল থেকে তাহলে এই পদে আসছেন কে ?

সব কিছু ঠিকঠাক থাকলে সুনীল অরোরার কাছ থেকে মুখ্য নির্বাচন কমিশনার পদের দায়িত্ব নিতে চলেছেন বর্তমান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র (Sushil Chandra)। সুশীল চন্দ্র ১৯৮০ সালের ক্যাডার, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের (IRS) অফিসার। মহারাষ্ট্র এবং গুজরাতে ডিজি(তদন্ত)-র দায়িত্ব পালন করেছেন তিনি। সুশীল চন্দ্র আগামী বছরেই অবসর নেবেন।

শুক্রবার সাংবাদিক বৈঠক চলাকালীনই দেখা গিয়েছে খানিকটা নস্টালজিক হয়ে পড়েছেন
সুনীল অরোরা৷ তাঁর মায়ের প্রিয় একটি উর্দু শায়ের শোনান তিনি।সাংবাদিক বৈঠক শেষে দেখা যায়, অন্য কমিশনারদের সঙ্গে একের পর এক করমর্দন করছেন অরোরা৷ ওই মঞ্চ কার্যত তাঁর ‘ফেয়ারওয়েল’ মঞ্চে পরিণত হয়।

এদিকে, প্রশ্ন উঠেছে, ৫ রাজ্যের ভোটপর্বের মাঝেই মুখ্য নির্বাচন কমিশনার অবসর নিতে চলেছেন অরোরা৷ এতে কি কমিশনের কাজ বিঘ্নিত হতে পারে? প্রশাসনিক মহল বলছে, গোটা কমিশন’ই যেহেতু বদলে যাচ্ছে না, তাই বিঘ্নিত হওয়ার প্রশ্নই নেই৷ তাছাড়া এখন নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নিচ্ছেন৷ তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল সব বিষয়ে৷ অরোরা অবসর নেবেন, তা মাথায় রেখেই ভোট প্রস্তুতি নেওয়া হয়েছে। ফলে ভোট নিয়ে আশঙ্কার কোনও কারন নেই।

আরও পড়ুন:নির্বাচনী ময়দানে রবিবাসরীয় ব্রিগেড জমিয়ে দিতে আজ মহাজোটের “অটুট বন্ধন” তৈরির মহাবৈঠক

Advt

Previous articleনির্বাচনী ময়দানে রবিবাসরীয় ব্রিগেড জমিয়ে দিতে আজ মহাজোটের “অটুট বন্ধন” তৈরির মহাবৈঠক
Next articleতৃণমূলের ‘নির্বাচন কমিটি’ ঘোষিত, বিজেপি রাজ্য কমিটিতে শুভেন্দু-রাজীব