প্রার্থী ঘোষণার আগেই তৃণমূলের দেওয়াল লিখন কোচবিহারে

রাজ্যে আট দফায় বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি রাজ্যের কোনও রাজনৈতিক দল। তবে প্রার্থী ঘোষণার আগেই শাসকদল তৃণমূলের দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গেল কোচবিহারে। দেওয়াল লিখনের কাজ শুরু করে দিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভায় সম্ভাব্য প্রার্থী জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। যদিও তাঁর বক্তব্য, রাজ্যের সব আসনেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রার্থী যেই হোক না কেন, জয় তৃণমূল কংগ্রেসেরই হবে বলে আশাবাদী কোচবিহারের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। আপাতত কোচবিহার দক্ষিন বিধানসভা কেন্দ্রতে আপাতত নিজের ফ্ল্যাটেই অফিস বানিয়ে দলের কাজ পরিচালনা করছেন পার্থপ্রতিম রায়৷ তিনি দলের প্রাক্তন সাংসদও বটে। সম্প্রতি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেয়েছেন। কোচবিহার দক্ষিন কেন্দ্রে প্রার্থী হওয়ার সম্ভাবনা বুঝেই কি দেওয়াল লিখনের কাজ শুরু করলেন পার্থপ্রতিম রায়?

যদিও এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের বক্তব্য, এইসব করে কোনও লাভ হবে না। এই আসনের তৃণমূল কংগ্রেসের বিগত নির্বাচনে জয়ী বিধায়ক মিহির গোস্বামী বিজেপি দলে যোগ দিয়েছেন। এই আসনে পার্থপ্রতিম রায় প্রার্থী হলে আসলে কোনও লাভই হবে না শাসকদলের। বিজেপি জেলা সভানেত্রী মালতী রাভা জানান জয়ী হবে বিজেপি। মানুষ পরিবর্তন চাইছে এই সরকারের।

আরও পড়ুন- বামেদের ব্রিগেডে আসছেন লালু-পুত্র তেজস্বী, তবে মন পরে কালীঘাটে দিদির বাড়ি

Advt

Previous articleবাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ৩০ মার্চ
Next articleমোশতাকের মৃত্যুতে উত্তাল ঢাকা, সঠিক  তদন্তের দাবিতে সরব বিদেশি কূটনীতিকরা