সৌরভের বিজেপি যোগদান নিয়ে কী বললেন দিলীপ ঘোষ, জানেন?

একুশের নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। প্রার্থীতালিকা চূড়ান্ত করতে শাসক-বিরোধী সব শিবিরেই ব্যস্ততা তুঙ্গে। এরই মাঝে ফের সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) BJP-তে যোগদানের জল্পনা।
সৌরভ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘আমার কোনও এ নিয়ে ধারণা নেই। বৈঠকে এ নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনাও জানি না।’
অথচ সোশ্যাল মিডিয়া সরগরম। ৭ মার্চ বিজেপির ব্রিগেড মঞ্চে নাকি থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়! এই বিষয়ে দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, “সৌরভের ব্রিগেডে আসা নিয়ে আমার কাছে কোনও খবর নেই” । প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বোর্ড সভাপতিকে নাকি বঙ্গে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রেখে এগোতে চাইছে বিজেপি-র শীর্ষ নেতৃত্ব এমন জল্পনা হঠাৎই জোরদার হয়েছিল কিছুদিন আগে। দাদা অসুস্থ হওয়ার পর সেই জল্পনায় ছেদ পড়ার বদলে অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়ের মতো নেতাদের খোঁজখবরের জেরে আরও বাড়ে সেই জল্পনা। অবশ্য বিজেপি বা সৌরভ কোনও পক্ষ থেকেই কোনও জল্পনার সত্যতা স্বীকার করা হয়নি, কিন্তু তার পরও সোশ্যাল মিডিয়ায় জল্পনা থামেনি।সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপি জল্পনার খবরে জল ঢেলেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তাঁর সাফ কথা ছিল, কারোর খোঁজখবর নেওয়া মানেই দলে আসার প্রস্তাব দেওয়া, এমন ধারণা করা ঠিক নয়।
তবে বিজেপির রাজ্য নেতৃত্বের পক্ষে জল্পনা উড়িয়ে দেওয়া তো দূরে থাক। দিলীপ ঘোষ বা শমীক ভট্টচার্যের মতো নেতারা বারবার বরং দাদাকে স্বাগত জানিয়েছিলেন গেরুয়া শিবিরে। এবারে প্রধানমন্ত্রীর উপস্থিতিতিতে ব্রিগেডে দাদার বিজেপি যোগের জল্পনার মাঝে অবশ্য তা উড়িয়ে দিলেন দিলীপ ঘোষ।

Previous articleমোহনবাগানে পালন করা হল পিকে,চূনীর স্মরণসভা, চূনী গোস্বামীর নামে মোহনবাগান গেট, জিমের নাম দেওয়া হচ্ছে পিকে বন্দ্যোপাধ্যায়ের নামে
Next articleশুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি, ইঙ্গিত দিলীপের