দ্বিতীয় দিনের শেষে ৮৯ রানে এগিয়ে বিরাট কোহলির দল,দুরন্ত শতরান পন্থের

চতুর্থ টেস্টে ( 4th test) দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ২৯৪ রান ভারতের( india) । ৮৯ রানে এগিয়ে বিরাট কোহলির( virat kohli) দল। ভারতের হয়ে দুরন্ত শতরান ঋষভ পন্থের।

দ্বিতীয় দিনের শুরুতে একের পর এক উইকেট হারাতে থাকে ভারতীয় দল। তখন ঋষভ পন্থকে সঙ্গী করে ভারতের রান সংখ‍্যা এগিয়ে নিয়ে যান রোহিত। এদিন রোহিত করেন ৪৯ রান। পন্থ করেন ১০১। ১৩টা চার এবং ২টি ছয় মারেন তিনি।  ৬০ রান করে অপরাজিত ওয়াশিংটন সুন্দর। চেতেশ্বর পুজারা করেন ১৭ রান। শূন‍্যরানে আউট হন বিরাট। রাহানের ঝুলিতে আসে ২৭ রান। ইংল‍্যান্ডের হয়ে ৩ টি উইকেট নেন জেমস অ‍্যান্ডারসন। দুটি করে উইকেট নেন বেন স্টোকস এবং জ‍্যাক লিচ।

দ্বিতীয় দিনে ভারতের হয়ে শুরুটা যদি করে থাকেন রোহিত শর্মা, তা হলে শেষটা করলেন ওয়াশিংটন সুন্দর। তবে দিনের নায়ক হয়ে রইলেন অবশ্যই ঋষভ পন্থ।

আরও পড়ুন:চতুর্থ টেস্টে রেকর্ড গড়লেন হিটম‍্যান

Advt

Previous articleআমেরিকায় ভারতীয়দের আধিপত্য বাড়ছে, মন্তব্য বাইডেনের
Next articleজমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ, মৃত্যু কৃষকের