‘শূন‍্য’ করার রেকর্ড গড়লেন বিরাট

শুক্রবার চতুর্থ টেস্টে( 4 th test) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে( narendra odi stadium) এক অশুভ রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি( virat kohli)। যা নিজের ক্রিকেট কেরিয়ারে কখনই চাইবেন না এমন রেকর্ড গড়তে। শুধু রেকর্ড নয় এই রেকর্ডে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে আসন ভাগ করে নিলেন তিনি।

মোতেরায় চতুর্থ টেস্টে শূন্য রানেই ফিরতে হয় ভারত অধিনায়ককে। সেই সঙ্গেই ধোনির সঙ্গে রেকর্ড ভাগ করে নিলেন বিরাট। ভারত অধিনায়ক হিসেবে টেস্টে অষ্টম বার শূন্য করলেন তিনি। ধোনির সঙ্গে ভাগ করে নিলেন সবচেয়ে বেশি বার ভারত অধিনায়ক হিসেবে শূন্য করার অশুভ রেকর্ড।

এই সিরিজে দ্বিতীয়বার শূন্য করলেন কোহালি। ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এক সিরিজে ২ বার শূন্য করেছিলেন তিনি। সেই দুর্ভাগ্য ফের ফিরে এল এই সিরিজেও। টেস্ট ক্রিকেটে বেন স্টোকস পঞ্চমবার নিলেন ভারত অধিনায়কের উইকেট ।

আরও পড়ুন:সেমিফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে নামছে গোয়া

Advt

Previous articleগ্রাহকদের জন্য আরও সহজ হচ্ছে গ্যাস বুকিং, নিয়ম বদলাচ্ছে কেন্দ্র
Next article২০ বছর জেল খাটার পর অবশেষে ধর্ষণ মামলায় বেকসুর খালাস অভিযুক্ত