‘আপনি আমায় স্বার্থপর বলতেই পারেন…’ বিজেপি যোগের কারণ ব্যাখ্যা মিঠুনের

জল্পনা চলছিল। সেই জল্পনাকে বাস্তব রূপ দিয়ে রবিবারের ময়দানে বিজেপিতে(BJP) যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। একদা বাম তারপর তৃণমূল আর এখন অন্যান্য অনেকের মতোই ভোটের মুখে মিঠুনের বিজেপি যোগ নিয়েও উঠছে নানা প্রশ্ন। তবে ব্রিগেডের জনসভা(Brigade rally) শেষে সেই সব প্রশ্নের খোলাখুলি উত্তর দিলেন বাংলার ‘মহাগুরু’। জানিয়ে দিলেন, কেন তিনি বিজেপিতে যোগ দিয়েছেন? কী স্বার্থ রয়েছে তাঁর বিজেপি যোগের পিছনে?

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী বলেন, ‘আপনার হয়তো জানতে চাইছেন আমি কেন বিজেপিতে? আমি তৃণমূলে ছিলাম তৃণমূল (TMC)আমাকে সাংসদ করেছিল।আমি কারও দিকে অভিযোগের আঙুল তুলবো না। কাউকে দোষারোপ না করেই বলবো তৃণমূল ছাড়া আমার সিদ্ধান্ত ছিল। মনে হয়েছিল এখানেই শেষ করার সময়। তাই ছেড়েছিলাম।’

আরও পড়ুন:কলকাতা হবে ‘সিটি অফ ফিউচার’: আসল পরিবর্তনের ডাক দিয়ে প্রতিশ্রুতি মোদির

পাশাপাশি বিজেপি যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার যখন ১৮ বছর বয়স তখন থেকে আমার একটি স্বপ্ন ছিল। আমি গরিবের সঙ্গে থাকব। গরিবের ভাল করব। তাদেরকে তাদের যোগ্য সন্মান দেবো। আমার সিনেমাতেও তার ছাপ রয়েছে। দীর্ঘদিন শ্রমিক সংগঠনের চেয়ারম্যান ছিলাম আমি। আমি হয়তো প্রচার করি না, কিন্তু সকলেই জানে দাদা কি করেছে মানুষের জন্য। অনেকের শুনতে খারাপ লাগলেও আজকের রাজনীতিতে একটা দল রয়েছে যারা গরিবের জন্য কিছু করে। এখন আমি আমার স্বপ্ন পূরণের পথে হাঁটতে গেলে কারো হাত তো ধরতেই হবে। চাইলে আপনি আমায় স্বার্থপর বলতেই পারেন। কিন্তু আমার স্বার্থপরতার পিছনে একটাই কারণ। আমি গরিব মানুষের পাশে দাঁড়াতে চাই। তাদের ভালো চাই। তাদের জন্য লড়াই করতে চাই।

পাশাপাশি বঙ্গে বিজেপির সম্ভাবনা প্রসঙ্গে মিঠুন বলেন, ‘গত কয়েক বছর ধরে এখানে কৈলাসজি একটা প্লাটফর্ম তৈরি করেছে বিজেপির জন্য। বরিষ্ঠ নেতা দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি অসামান্য সাফল্য পেয়েছে। এবং এবার বাংলায় বিজেপি সরকার গঠন করবেন এটা নিয়ে কোনও সন্দেহ নেই। এবং আমরা সকলে মিলে প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা গড়তে তৈরি।’

Advt

Previous articleকলকাতা হবে ‘সিটি অফ ফিউচার’: আসল পরিবর্তনের ডাক দিয়ে প্রতিশ্রুতি মোদির
Next articleপামেলা কোকেন কাণ্ডে ধৃত ফের এক রাকেশ ঘনিষ্ঠ