পার্থ-অরূপের হয়ে প্রচারে নাকতলা উদয়ন সঙ্ঘ! কমিশনে নালিশ সিপিএমের

বেহালা পশ্চিম (Behala West) এবং টালিগঞ্জ (Tollygunj) কেন্দ্রে এবার রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী তৃণমূলের (TMC) প্রার্থী। এই এই দুই প্রার্থীর হয়েই নাকি পুরোদমে প্রচারে নেমেছে কলকাতার জনপ্রিয় পুজো উদ্যোক্তা নাকতলা উদয়ন সঙ্ঘে (Naktala Udayan Sangha)। অভিযোগ, শুধু প্রচারে নামাই নয়, দুর্গাপুজোয় পাওয়া সরকারি অনুদানের টাকা থেকে নাকি দুই প্রার্থীর হয়ে প্রচারে খরচ করছে নাকতলা উদয়ন সঙ্ঘ কর্তৃপক্ষ। আর তার বিরুদ্ধেই এবার নির্বাচন কমিশনে নালিশ করল সিপিএম (CPIM)। বাম নেতৃত্বের দাবি, দুর্গাপুজোয় দেওয়া সরকারি টাকায় অরূপ বিশ্বাস (Arup Biswas) ও পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ভোট প্রচার করছে নাকতলা উদয়ন।

সিপিএম কমিশনে এই মর্মে অভিযোগ করে, “নির্বাচনী আদর্শ আচরণ বিধি (MCC) অনুযায়ী, সরকারি টাকায় বিজ্ঞাপন দেওয়া যায় না। সরকারি অর্থের অপচয়ের জন্য পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), অরূপ বিশ্বাস (Arup Biswas) ও নাকতলা উদয়ন সঙ্ঘের (Naktala Udayan Sangha) কর্তৃপক্ষের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। সরানো হোক হোর্ডিং ও ফ্লেক্সগুলিকে।”

Advt

 

Previous articleবাঁকুড়ায় 3 সভা মমতার, ফের আজ রাজ্যে মোদি
Next articleবিজেপির মণ্ডল সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য দিনহাটায়