ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের কোভিড হাসপাতালে, মৃত ২

ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের কোভিড হাসপাতালে । দুই করোনা রোগীর মৃত্যুও হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্তত ৭০ জন করোনা রোগীকে উদ্ধার করে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, ওই বেসরকারি হাসপাতালটি একটি মলের মধ্যে অবস্থিত।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ড্রিমস মল সানরাইজ হাসপাতালে আগুন লাগে। আগুন আতঙ্কে করোনা রোগীরা প্রাণভয়ে ছুটে বাইরে বেরিয়ে আসেন।
খবর পেয়ে দমকলের ২২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।এরই মধ্যে ওই আগুন ছড়িয়ে পড়ে মলের লেভেল-৩ ও লেভেল-৪ এ। ওই সময় মলের সমস্ত ব্যবসায়ীরাও ঘটনাস্থলে চলে আসেন।
মুম্বাইয়ের পুলিশ অফিসার প্রশান্ত কদম বলেন, ওই ৭৩ জন রোগীর মধ্যে ৩০ জনকে মুলুন্ড জাম্বো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনকে ফর্টিস হাসপাতালে পাঠানো হয়েছে।
মুম্বাইয়ের মেয়র কিশোরি পেন্ডেকর বলেন, আমি জীবনে এই প্রথম দেখলাম কোনও মলের মধ্যে কোনও হাসপাতাল।
আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। ৭০ করোনা রোগীর মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক ।
তাঁদের ভেন্টিলেটরে রাখা হয়েছে।

Advt

Previous articleবাঘমুন্ডি-বিষ্ণুপুরে অমিত সভায় ফাঁকা মাঠ! ভোটের আগে কপালে ভাঁজ বিজেপি নেতাদের
Next articleদাবিতে অনড়, কৃষি আইনের প্রতিবাদে আজ ভারত বনধ কৃষকের